উত্তর : শিশুর গোসল দিতে হবে এবং তার জানাযার ছালাত পড়তে হবে। ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কোন মতভেদ ছাড়া’। ইবনুল মুনযির (রাহিমাহুল্লাহ) এই মর্মে আলেমদের ইজমা বর্ণনা করেছেন যে, তার জানাযার ছালাত পড়তে হবে (আল-মুগনী, ৩/৪৫৮ পৃ.)। শিশুর জানাযার ছালাত পড়ার সময় তার জন্য মাগফিরাত (ক্ষমা)-র দু‘আ করা হবে না। তাই দু‘আতে বলা হবে না যে: اللهم اغْفِرْ لَهُ (হে আল্লাহ! তাকে ক্ষমা করুন।) যেহেতু শিশুর কোন পাপ লেখা হয়নি। বরং পড়বে- اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا سَلَفًا وَّفَرَطًا وَّذُخْرًا وَّأَجْرًا ‘হে আল্লাহ! আপনি তাকে আমাদের জন্য অগ্রগামী, রক্ষিত ভা-ার এবং ছওয়াবের কারণ হিসাবে নির্ধারণ করুন’ (মুছান্নাফ ইবনে আবী শায়বাহ হা/৩০৪৫৭; ছহীহ বুখারী হা/১৩৩৫-এর অনুচ্ছেদ; মিশকাত হা/১৬৯০) এবং শিশুর পিতামাতার জন্য মাগফিরাত ও রহমতের দু‘আ করা হবে। মুগীরা ইবনু শু‘বা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী (ﷺ) বলেন, ‘শিশুর জানাযার ছালাত পড়া হবে এবং তার পিতামাতার জন্য মাগফিরাত ও রহমতের দু‘আ করা হবে (আবূ দাঊদ, হা/৩১৮০; তিরমিযী, হা/১০৩১; আহকামুল জানায়িয, পৃ. ৭৩)।
প্রশ্নকারী : যিয়া বিন ইসমাঈল, সিরাজগঞ্জ।