উত্তর : উক্ত হাদীছ ছহীহ সনদে বর্ণিত হয়েছে এবং হুকুম মারফূ‘ (বায়হাক্বী, মা‘রেফাতুস সুনান হা/৮৩৯; আলবানী, ছিফাতু ছালাতিন নাবী, পৃঃ ১২৯; সিলসিলা ছহীহাহ, হা/৩২৮৬)। শুধু তাই নয় শায়খ আলবানী উক্ত হাদীছ উল্লেখ করে বলেন, একটি হাদীছে কুদসী এই কথার সাক্ষী। আল্লাহ বলেন, .. যে ব্যক্তি একটি নেকীর কাজ করার ইচ্ছা পোষণ করবে অতঃপর তা করে ফেলবে, আল্লাহ তার জন্য ১০ থেকে ৭০০ নেকী লিপিবদ্ধ করবেন’ (ছহীহ বুখারী, হা/৬৪৯১, ২/৯৬০)।
প্রশ্নকারী : রোকনুযযামান, শিবগঞ্জ, বগুড়া।