উত্তর : ছালাতে সূরা আল-ফাতিহার পর তিনবার আমীন বলা যাবে না। কেননা এমর্মে যে দু’একটি হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/১৭৫০৭; তানক্বীহুল কালাম, পৃ. ৩৯৩; ইবনু মাজাহ, হা/৮৫৭; যঈফ তারগীব ওয়াত তারহীব, হা/২৭০; হাশিয়া সিন্দী, ২য় খণ্ড, পৃ. ২৪৭)। উক্ত বর্ণনার সনদে আবু ইসহাক্ব ও সা‘দ ইবনু ছালত নামে দু’জন ত্রুটিপূর্ণ রাবী আছে। মুহাদ্দিছগণ তাদেরকে যঈফ বলেছেন (তানক্বীহুল কালাম, পৃ. ২৯৩-৯৪)। এছাড়া এটি ছহীহ হাদীছ সমূহের বিরোধী। তাই সূরা ফাতিহা শেষে একবারই আমীন বলতে হবে (ছহীহ বুখারী, হা/৭৮০, ১ম খণ্ড, পৃ. ১০৭; ছহীহ মুসলিম, হা/৪১০, ১ম খণ্ড, পৃ. ১৭৬; মিশকাত, হা/৮২৫)।
প্রশ্নকারী : ওমর ফারূক, দিনাজপুর।