উত্তর : এমতাবস্থায় ইমামের সঙ্গে দু‘আগুলো পড়তে থাকবে। কেননা মুছল্লী ইমামকে যে অবস্থায় পাবে, সে অবস্থায় ছালাতে যোগদান করবে (তিরমিযী, হা/৫৯১; মিশকাত, হা/১১৪২; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/২৬১)। এছাড়া আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য। কাজেই তোমরা তার বিরোধিতা কর না’ (ছহীহ বুখারী, হা/৬৮৯; মিশকাত, হা/১১৩৯)। তবে এক্ষেত্রে ছানা পড়তে হবে না। কেননা মাসবূকের ছানা না পড়লেও চলবে।
প্রশ্নকারী : আমীনুর রহমান, রাজনগর, সাতক্ষীরা।