উত্তর : জীবিত থাকাবস্থায় যদি আল্লাহর নামে যব্হ করা যায়, তাহলে খাওয়া যাবে। আর যদি যব্হ করার পূর্বেই মারা যায়, তাহলে খাওয়া যাবে না। আল্লাহ তা‘আলা বলেন, وَ مَاۤ اَکَلَ السَّبُعُ اِلَّا مَا ذَکَّیۡتُمۡ ‘তবে যা তোমরা যব্হ দ্বারা হালাল করেছ (তা তোমাদের জন্য হালাল) (সূরা আল-মায়িদাহ : ৩)।
প্রশ্নকারী : জাহিদুল ইসলাম, সাতক্ষীরা।