উত্তর : যাবে। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী করে না, সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে’ (ইবনু মাজাহ, হা/৩১২৩, সনদ ছহীহ)। এখানে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে। অন্যত্র রাসূল (ﷺ) বলেছেন, ‘হে লোক সকল! নিশ্চয় প্রতিটি পরিবারের লোকদের উপর প্রতি বছর কুরবানী করা কর্তব্য’ (আবূ দাঊদ, হা/২৭৮৮; তিরমিযী, হা/১৫১৮; সনদ হাসান)।
প্রশ্নকারী : মুনসুর, নলডাঙ্গা, নাটোর।