উত্তর : হ্যাঁ, জামা‘আতের এক রাক‘আত ছুটে গেলে শেষ রাক‘আতে তাওয়াররুক করতে হবে অর্থাৎ বাম পা ডান পায়ের নীচ দিয়ে বের করে দিয়ে নিতম্বের উপর বসতে হবে এবং রাফ‘ঊল ইয়াদাইনও করতে হবে (উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৩তম খণ্ড, পৃ. ১৬৯)।
প্রশ্নকারী : আনোয়ার, নেত্রকোনা।