উত্তর : না। তাবীয ব্যবহার করা শিরক। যে কোন কারণে তাবীয ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, مَنْ عَلَّقَ تَمِيْمَةً فَقَدْ أَشْرَكَ ‘যে ব্যক্তি তাবীয লটকালো, সে শিরক করল’ (মুসনাদে আহমাদ, হা/১৭৪৫৮, সনদ ছহীহ)। এমনকি কুরআনের কোন আয়াত ও হাদীছে বর্ণিত কোন দু‘আও তাবীয আকারে ঝুলিয়ে ব্যবহার করা যাবে না। তা পরিষ্কার শিরক (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন-২৫)।
প্রশ্নকারী : আহমাদ, রাজশাহী।