উত্তর : এ জন্য সাহু সিজদা দেয়া লাগবে না। কারণ কোন কোন হাদীছে প্রথম তাশাহহুদে দুরূদ পড়ার কথা এসেছে (আলবানী, ছিফাতুছ ছালাহ, পৃ. ১৬৪; আল-মুহাল্লা, ৩/৫০ পৃ.)। তবে প্রথম তাশাহ্হুদ সংক্ষিপ্ত করা ভাল (মুছান্নাফ ইবনে আবী শাইবাহ, হা/৩০৩৪; হাফিয ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) ও আলবানী (রাহিমাহুল্লাহ) এটিকে হাসান বলেছেন, তালখীসুল হুবাইর, ১/৪৩০ পৃ.)। অর্থাৎ প্রথম তাশাহ্হুদে দরূদ না পড়লে কোন সমস্যা নেই।
প্রশ্নকারী : সিয়াম শিকদার, চিতলমারী, বাগেরহাট।