উত্তর : যখন শস্য পরিপক্ক হবে এবং তা কর্তন করা হবে, তখনই শস্যের যাকাত আদায় করতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, وَ اٰتُوۡا حَقَّہٗ یَوۡمَ حَصَادِہٖ ‘ফসল কর্তনের দিনে তার যাকাত প্রদান কর’ (সূরা আল-আন‘আম : ১৪১)।
প্রশ্নকারী : মুহাম্মাদ আলী, ঘোলহারিয়া, রাজশাহী।
ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ | ২৩৭ বার পঠিত