প্রশ্ন (২৯) : আমার মা-বাবার সাথে আমার স্ত্রীর ঝগড়া হওয়ার কারণে কয়েক বছর আগে সে বাপের বাড়ি চলে যায়। আমি তখন বিদেশে ছিলাম। আমি বলেছিলাম, যদি আমাকে নিয়ে সুখী হতে না পার তবে অন্য কাউকে বিয়ে করে সুখী হও। কিন্তু সে তা করেনি। এখন পর্যন্ত আমরা সংসার করে আসছি। আর সমস্যা হয়নি। প্রশ্ন হল, এভাবে বললে কি ত্বালাক্ব হয়ে যায়?
উত্তর : উপরের বর্ণণানুপাতে আপনাদের মাঝে ত্বালাক্ব সংঘটিত হয়নি, বরং সম্পর্ক ঠিক আছে। ত্বালাক্ব হওয়ার জন্য অবশ্যই নিয়ত এবং মুখে বলা শর্ত (সূরা আল-বাক্বারাহ : ২৩০)।