উত্তর : ছালাতে কুরআন পড়ার সময় কোন আয়াত বা আয়াতাংশ ছুটে গেলে সহো সিজদা দিতে হবে না। বরং রাক‘আতে কম-বেশি হলে কিংবা তাশাহ্হুদ ছুটে গেলে সহো সিজদা করতে হবে। বলা যেতে পারে সাহো সিজদা চারটি কারণে দেয়া যায়। (১) ছালাত পূর্ণ হওয়ার পূর্বে সালাম ফিরালে (২) ছালাত কম-বেশি হলে (৩) তাশাহ্হুদ ছুটে গেলে ও (৪) ছালাতে সন্দেহ হলে (বিস্তারিত দ্র. যাদুল মা‘আদ, ১/১৬৯ পৃ.)।
প্রশ্নকারী : রাশিদুল ইসলাম, মেহেরপুর।