উত্তর : ওযূতে কান মাসাহ করার ক্ষেত্রে কানের ভিতরের অংশ বলতে ছিদ্রসহ সম্পূর্ণ অংশকে বুঝানো হয়েছে। নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওযূ করেন এবং তাঁর উভয় কানের ভেতর ও বাইরের অংশ মাসাহ করেন (আবূ দাঊদ, হা/১১৭; তিরমিযী, হা/৩৩, সনদ হাসান)।
প্রশ্নকারী : শামিমা, ফরিদপুর।