উত্তর : যাকাতের টাকা দিয়ে গোরস্থানের জমি ক্রয় করা যাবে না। কারণ গোরস্থান যাকাত বিতরণের খাতের অন্তর্ভুক্ত নয় (সূরা আত-তাওবাহ : ৬০)। খাত বহির্ভূত কাউকে যাকাতের অর্থ প্রদান করার অধিকার কাউকে দেয়া হয়নি (সূরা আল-আহযাব : ৩৬)। উল্লেখ্য যে, ইমাম আবূ দাঊদ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আমি ইমাম আহমাদ ইবনু হাম্বলকে বলতে শুনেছি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, যাকাত হতে মৃত ব্যক্তিকে কাফন দেয়া যাবে কি?’ তিনি বলেছিলেন, না’ (ইবনু কুদামা, আল-মুগনী, ২/৫২৭ পৃ.)।
প্রশ্নকারী : আখতার, ঢাকা।