উত্তর : চল্লিশা করা যাবে না। কেননা তা পরিষ্কার বিদ‘আত। আর সকল বিদ‘আত ভ্রষ্ট এবং প্রত্যেক ভ্রষ্টই জাহান্নামী (ছহীহ মুসলিম, হা/৮৬৭; আবূ দাঊদ, হা/৪৬০৭; নাসাঈ, হা/১৫৭৮; ইবনু মাজাহ, হা/৪৫)। উল্লেখ্য, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), ছাহাবীগণ (রাযিয়াল্লাহু আনহুম), তাবেঈগণ (রাহিমাহুল্লাহ) এবং পরবর্তীতে তাদের অনুসারী সালফে ছালেহীদের কেউ এরূপ করেছেন মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না।
প্রশ্নকারী : আখতারুযযামান, যশোর।