উত্তর : পুরুষের মত নারীদেরও স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে উভয়কেই ফরয গোসল করতে হয়। উম্মু সালামাহ (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত যে, একবার উম্মু সুলাইম (রাযিয়াল্লাহু আনহা) বললেন, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহ তো সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। মহিলাদের স্বপ্নদোষ হলে তাদেরও কি ফরয গোসল করতে হবে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। যদি সে পানি (বীর্য) দেখতে পায়। তখন উম্মু সালামাহ (রাযিয়াল্লাহু আনহা) (লজ্জায়) তার মুখ ঢেকে নিয়ে বললেন, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! মহিলাদেরও কি স্বপ্নদোষ হয়? নবী (ﷺ) বললেন, হ্যাঁ। তোমার ডান হাতে মাটি পড়ুক! (তা না হলে) তাদের সন্তান তাদের আকৃতি পায় কীভাবে? (ছহীহ বুখারী, হা/১৩০)।
প্রশ্নকারী : ওসামা, ঢাকা।