উত্তর : উক্ত ব্যক্তি খানা-পিনা চালিয়ে যেতে পারবে এবং তার ছিয়াম বিশুদ্ধ হবে। কারণ শরী‘আত অনুসরণ করেই সে ইফতার করেছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
إِذَا أَقْبَلَ اللَّيْلُ مِنْ هَاهُنَا وَأَدْبَرَ النَّهَارُ مِنْ هَاهُنَا وَغَرَبَتِ الشَّمْسُ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ
‘পূর্ব দিক থেকে যখন রাত এসে যাবে এবং পশ্চিম দিক থেকে যখন দিন চলে যাবে এবং সূর্য ডুবে যাবে, তখন ছিয়াম পালনকারী ইফতার করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৪; ছহীহ মুসলিম, হা/২৬১৩; মিশকাত, হা/১৯৮৫)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ঐ ব্যক্তি যেহেতু শারঈ দলীলের আলোকে ইফতার করেছে, সেহেতু অন্য কোন শারঈ দলীল ছাড়া খানা-পিনা ত্যাগ করা ঠিক হবে না’ (মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৯তম খ-, পৃ. ২৪৭)।
প্রশ্নকারী : ওমর, স্পেন।