উত্তর : কোন কিছুর প্রতীক বা বিধর্মীদের চিহ্ন না হলে ব্যবহার করা যেতে পারে। তবে পোশাকে যেকোন প্রাণীর ছবি বা মূর্তির ছবি থাকলে ব্যবহার করা যাবে না। এ ধরনের পোশাক পরে ছালাতও হবে না। উল্লেখ্য যে, রংধনু সম্পর্কে ছহীহ হাদীছে তেমন কোন বক্তব্য পাওয়া যায় না, যা আছে তা মাওযূ‘ বা জাল (সিলসিলা যঈফাহ, হা/৮৭২; মাওযূ‘আত, ১/১৪৩-১৪৪ পৃ.)।
প্রশ্নকারী : আল-আমীন সরকার, রাজশাহী।