উত্তর : ফিতনা শব্দের অর্থ পরীক্ষা, বিপদ, মুছীবত, কষ্ট। ইমাম ইবনে কাছীর বলেন, অর্থাৎ পরীক্ষা করা, যাচাই বা পরখ করা। আল্লাহ তা‘আলা তোমাদেরকে এগুলো দিয়েছেন এটা জানার জন্য যে, তোমরা এসব পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় কর ও তার আনুগত্য কর না-কি এগুলোতে ডুবে গিয়ে তাঁর শুকরিয়া ও আনুগত্য থেকে দূরে সরে পড় (তাফসীরে ইবনে কাছীর ৮/১৩৯ পৃ.)। অন্যত্র আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মন্দ ও ভাল দিয়ে পরীক্ষা করি (সূরা আন্বিয়া ৩৫)। বর্তমানে অধিকাংশ মানুষ এই পরীক্ষায় পড়ে দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিচ্ছে এবং পরকাল সম্পর্কে গাফেল হয়ে গেছে। আল্লাহ তা‘আলা আমাদেরকে হেফাযত করুন-আমীন!!
প্রশ্নকারী : তানিয়া, সিলেট।