উত্তর : কসমেটিকস লাগানোর অজুহাতে পানি থাকাবস্থায় তায়াম্মুম করা যাবে না। তায়াম্মুমের শর্তগুলো হল, (১) ব্যক্তি ও পানির মধ্যের দূরত্ব এক মাইল বা এর চেয়ে বেশি হওয়া (দারাকুৎনী, হা/৭৩১, ৭৩৪)। (২) পানি ব্যবহারের কারণে রোগ সৃষ্টি বা বৃদ্ধির সমূহ সম্ভাবনা অথবা প্রাণ বা অঙ্গহানির আশঙ্কা হলে (দারাকুৎনী, হা/৭৩১; কিতাবুল আসার, হা/৭৪; বায়হাক্বী, সুনানুন কুবরা, হা/১১০৫)। (৩) পানি এত কম যে ব্যবহার করে ফেললে নিজে অথবা অন্যরা পিপাসাকাতর হয়ে পড়বে (সুনানুল কুবরা, হা/১১৪৯)। (৪) পাশেই কূপ বা পুকুর আছে, কিন্তু পানি এত নিচে যে তা থেকে পানি উঠানোর কোন ব্যবস্থা নেই (ছহীহ বুখারী, ২/৬১ পৃ.)। (৫) পানি কাছেই আছে, কিন্তু দুশমন অথবা ভয়ংকর কোন পশু-প্রাণীর কারণে পানি অর্জন করতে অপারগ (ছহীহ বুখারী, ২/৭২ পৃ.)। ৬. প্রবল ধারণা যে ওযূ করতে গেলে ঈদ বা জানাযার ছালাত ছুটে যাবে, তখন তায়াম্মুম করা যাবে। কারণ সেগুলোর ক্বাযা বা বিকল্প নেই (মুছান্নাফে আব্দুর রাযযাক, ৩/৩০০ পৃ.; মুছান্নাফে ইবনু আবী শায়বা, হা/১১৫৮৬)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, মীরপুর, ঢাকা।