উত্তর : দ্বীনী শিক্ষা অর্জন করা ফরয (ইবনু মাজাহ হা/২২৪, সনদ ছহীহ)। শিক্ষার জন্য প্রয়োজনে কোন স্থানে ভ্রমণও করতে পারে (সূরা আত-তওবাহ : ১২২)। একান্ত বাধ্য না হলে মুসলিম দেশে খৃষ্টান মিশনারী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত নয়। অন্য প্রতিষ্ঠানে পড়তে হবে। তবে যদি অন্য প্রতিষ্ঠনে পড়া সম্ভব না হয় সেক্ষেত্রে বাধ্য অবস্থায় এধরনের প্রতিষ্ঠানে শিক্ষা নেয়া যাবে (সূরা আল-বাক্বারাহ : ১৭৩)। এ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল (ছহীহ বুখারী, হা/১)।
প্রশ্নকারী : দেওয়ান কাওছার আহমাদ, তেজগাঁও, ঢাকা।