উত্তর : মাঝখানে কোন বৈঠক না করেই একটানা তিন রাক‘আত পড়তে হবে (মুস্তাদরাক হাকেম, হা/১১৪০; বায়হাক্বী, হা/৪৮০৩, ৩য় খণ্ড, পৃ. ৪১; সনদ ছহীহ, তা’সীসুল আহকাম ২/২৬২ পৃ.)। আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিন রাক‘আত বিতর পড়তেন কিন্তু তিনি শেষের রাক‘আতে ছাড়া বসতেন না এবং শেষ রাক‘আত ব্যতীত তাশাহহুদ পড়তেন না (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৪৬৬৯, ৩য় খণ্ড, পৃ. ২৭; মা‘রেফাতুস সুনান ওয়াল আছার, হা/১৪৭১, ৪/২৪০; বিস্তারিত দ্র. ইরওয়াউল গালীল হা/৪১৮-এর আলোচনা; মুস্তাদরাক হাকেম, হা/১১৪২)। উবাই ইবনু কা‘ব (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিন রাক‘আত বিতর পড়তেন। প্রথম রাক‘আতে ‘সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা’ দ্বিতীয় রাক‘আতে ‘কুল ইয়া আইয়ুহাল কাফেরূন’ এবং তৃতীয় রাক‘আতে ‘কুল হুওয়াল্লা-হুল আহাদ’ পড়তেন এবং তিনি রুকূর পূর্বে কুনূত পড়তেন। অতঃপর যখন তিনি শেষ করতেন তখন শেষে তিনবার বলতেন ‘সুবহা-নাল মালিকিল কুদ্দূস’। শেষবার টেনে বলতেন (নাসাঈ হা/১৬৯৯, ১/১৯১ পৃ., সনদ ছহীহ)। উল্লেখ্য, তিন রাক‘আত বিতর পড়ার সময় দ্বিতীয় রাক‘আতে বৈঠক করার কোন ছহীহ দলীল নেই।
প্রশ্নকারী : ফযীলাতুন নেসা, সাতক্ষীরা।