উত্তর : কসমের শব্দ ‘আল্লাহ’ হওয়াই উচিত। ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কেউ যদি বলে, ‘আমি কসম করছি’ অথবা ‘আমি শপথ করছি’, ‘আমি সাক্ষী রেখে বলছি’, ‘দৃঢ়ভাবে বলছি আমি অবশ্যই করব’, অথচ সে ‘আল্লাহ’ বলেনি, তাহলে এটা তার শপথ হিসাবে গণ্য হবে না (রওযাতুত ত্বালেবীন, ১১তম খণ্ড, পৃ. ১৫)। ইবনু হাজার ‘আসক্বালানী (রাহিমাহুল্লাহ) কসমের সংজ্ঞায় বলেছেন, ‘আল্লাহর নাম বা তাঁর কোন গুণবাচক নাম উল্লেখ করে কাজ বাস্তবায়নের দৃঢ় পরিকল্পনার নাম শপথ (ফাৎহুল বারী, ১১তম খণ্ড, পৃ. ৫২৫)। মহান আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর নামে যে ওয়াদা করেছ তা পূরণ কর’ (সূরা আন-নাহল : ৯১)। এছাড়াও পবিত্র কুরআনে আল্লাহর গুণবাচক নাম হিসাবে ‘রব্ব’ উল্লেখ করা হয়েছে (সূরা ইউনুস : ৫৩, সাবা : ৩, তাগাবুন : ৭)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনে যত কসম করেছেন সব কসমেই আল্লাহর নাম বা গুণ সহ শপথ করেছেন। যেমন তিনি বলতেন, ‘ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ’ (ছহীহ বুখারী, হা/৬৬২৮, ৬৬২৯, ৬৭২১)।
প্রশ্নকারী : তারিক হাসান, বাঘা, রাজশাহী।