উত্তর : নবীগণ ও ছাহাবীগণের জীবনীকে চিত্রায়িত করা নাজায়েয। কেননা এর মধ্যে বহুবিধ ক্ষতির আশঙ্কা রয়েছে। যেমন (১) এগুলোর সিংহভাগই মিথ্যা ও বানোয়াট হয়ে থাকে। (২) যে চরিত্রগুলো চিত্রায়িত করা হয় তা কাল্পনিক ও ভিত্তিহীন। (৩) এগুলোর মাধ্যমে নবীগণ ও ছাহাবীগণকে হাসির পাত্রে পরিণত করা হয়। বিশেষ করে কার্টুনে, যা নাবী ও ছাহাবীদের শানে ঘোরতর অপরাধ (ফাতাওয়া আল-জামিউল কাবীর, হাইআতু কিবারিল উলামা, ৩/৩২৮ পৃ.)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, ছাহাবীদের জীবনীকে চিত্রায়িত করা নিষিদ্ধ। ১৪০৫ হিজরীতে আলোচ্য বিষয়ের উপর একটি ‘আন্তর্জাতিক ইসলামিক ফিকাহ সম্মেলন’ অনুষ্ঠিত হয়। ফকীহগণের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, ‘নবী (ﷺ) সহ অন্যান্য নবী ও ছাহাবীদের জীবনীকে চিত্রায়িত করা হারাম, এবং তা থেকে বিরত থাকা অপরিহার্য। ...বলা হয়ে থাকে চিত্রায়নের পিছনে এক বৃহৎ স্বার্থ আছে, এটা তো আমরা দাওয়াতের স্বার্থেই করছি’। প্রতিত্তরে আলেমগণ বলেন, তবুও এটা করা বৈধ নয়। কেননা নবী ও ছাহাবীগণ যে উচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী তা চিত্রে ফুটিয়ে তোলা কখনোই সম্ভব নয়। এর মধ্যে ক্ষতির পরিমাণটা লাভের তুলনায় অনেক বেশি, ঠিক জুয়ার মত (সূরা আল-বাক্বারাহ: ২১৯; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১/৭১২ পৃ.)।
অন্যত্র সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, যে কোন প্রকারের প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম। হতে পারে তা ভাস্কর্য অথবা দেওয়াল চিত্র বা অম্লান চিত্র অথবা ক্যানভাস বা কাপড়ের উপরে চিত্র অথবা কাগজের উপরে অথবা ফ্যাব্রিকের উপরে, আর তা পালক দ্বারা নির্মিত হতে পারে অথবা কলম দ্বারা অথবা কোন যন্ত্রপাতি দ্বারা (যেমন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল)। আর চিত্র তার বাস্তব রূপে হতে পারে অথবা কাল্পনিক, ক্ষুদ্রতর হতে পারে অথবা বৃহত্তর, সুন্দর হতে পারে অথবা বিকৃত অথবা কঙ্কালের প্রতিনিধিত্বকারী কিছু দাগ হতে পারে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১/৪৭৯ পৃ.)।
শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, জীব-জন্তুর ছবি তোলা বা তৈরি করা নাজায়েয। যেমন রাসূল (ﷺ) বলেছেন, إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُوْنَ ‘ক্বিয়ামাত দিবসে মানুষের মধ্যে সর্বাধিক কঠিন শাস্তি তাদের হবে, যারা ছবি নির্মাতা’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/২১০৯; মুসনাদ আহমাদ, হা/৩৫৫৮)। তিনি আরো বলেন, إِنَّ الَّذِيْنَ يَصْنَعُوْنَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُوْنَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ لَهُمْ أَحْيُوْا مَا خَلَقْتُمْ ‘নিশ্চয় যারা এ জাতীয় ছবি তৈরি করে, ক্বিয়ামতের দিন তাদের শাস্তি প্রদান করা হবে। তাদের বলা হবে, তোমরা যা তৈরি করেছিলে তাতে প্রাণ সঞ্চার কর’ (ছহীহ বুখারী, হা/৫৯৫১,৭৫৫৮; ছহীহ মুসলিম, হা/২১০৮)।
প্রশ্নকারী : আব্দুর রহমান, বাঘা, রাজশাহী।