উত্তর : সহো সিজদা দিতে হবে না। ছালাতে ভুলক্রমে কোন ‘ওয়াজিব’ তরক হয়ে গেলে সহো সিজদা দিতে হয়। ছালাতে তাশাহ্হুদে বসতে ভুলে গেলে বা রাক‘আত কম-বেশী হলে বা রুকূ-সিজদা ছুটে গেলে ভুল সংশোধন করে নিবে। অতঃপর শেষ বৈঠকে তাশাহ্হুদ, দরূদ ও অন্য দু‘আ পড়ে শেষ করে সালাম ফিরানোর পূর্বেই দু’টি সহো সিজদা দিবে এবং সালাম ফিরাবে (ছহীহ বুখারী, হা/১২৩০; ছহীহ মুসলিম, হা/৫৭০)। অথবা সালাম ফিরানোর পর দু’টি সিজদা দিবে এবং পুনরায় সালাম ফিরাবে (ছহীহ বুখারী, হা/৪০১; ছহীহ মুসলিম, হা/৫৭২)।
প্রশ্নকারী : আব্দুল করীম, ঢাকা।