উত্তর : এ মর্মে কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। তবে এশার ছালাত পরবর্তী বিতরের পরে দু’রাক‘আত ছালাত আদায় করা যায়। যেমন,
.عَنْ ثَوْبَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ هَذَا السَّهَرَ جُهْدٌ وَثِقَلٌ فَإِذَا أَوْتَرَ أَحَدُكُمْ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ فَإِنْ قَامَ مِنَ اللَّيْلِ وَإِلَّا كَانَتَا لَهُ
ছাওবান (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত, তিনি বলেছেন, এই রাত্রি জাগরণ কষ্টসাধ্য ও ভারী ব্যাপার। অতএব তোমাদের কেউ যখন বিতর পড়বে, তখন দু’রাক‘আত (নফল) পড়ে নিবে। অতঃপর সে যদি রাত্রিতে উঠতে পারে, তবে তো ভাল কথা। অন্যথা এই দু’রাক‘আত তার পক্ষে যথেষ্ট হবে (দারেমী, হা/১৫৯৪; মিশকাত, হা/১২৮৬; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/১৯৯৩)।
প্রশ্নকারী : আবুল হোসেন, মোহনপুর, রাজশাহী।