উত্তর : স্বর্ণ বা রৌপ্যের তৈরি বা স্বর্ণ বা রৌপ্যের প্রলেপ দেয়া বাসনপত্রে খাওয়া ও পান করা জায়েয নয় (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২২/১৫৬-১৫৮ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৩৪১৬)। কেননা রাসূল (ﷺ) বলেছেন, ‘তোমরা স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পান করবে না। আর মোটা বা পাতলা রেশম বস্ত্র পরিধান করবে না। কেননা এগুলো দুনিয়াতে তাদের (অর্থাৎ অমুসলিমদের) জন্য ভোগ্যবস্তু। আর তোমাদের জন্য হল আখিরাতের ভোগ্য বস্তু’ (ছহীহ বুখারী, হা/৫৬৩৩; ছহীহ মুসলিম, হা/২০৬৭)। অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ﷺ) বলেছেন,
الَّذِيْ يَشْرَبُ فِيْ إِنَاءِ الْفِضَّةِ إِنَّمَا يُجَرْجِرُ فِيْ بَطْنِهِ نَارَ جَهَنَّمَ
‘যে ব্যক্তি রৌপ্যের পাত্রে পান করে সে তো তার উদরে জাহান্নামের অগ্নি প্রবিষ্ট করায়’ (ছহীহ বুখারী, হা/৫৬৩৪; ছহীহ মুসলিম, হা/২০৬৫)।
প্রশ্নকারী : আবূ আব্দিল্লাহ, নাটোর।