উত্তর : এটি একটি জাল বর্ণনা, যা আছরাম ইবনু হাওশাব কর্তৃক জালকৃত। ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেন, هَذَا حَدِيث لَا يَصح وَالْمُتَّهَم بِهِ أَصْرَم ‘এটি একটি জাল বর্ণনা, যা আছরাম কর্তৃক জালকৃত’ (কিতাবুল মাউযূ‘আত, ২/৯৪ পৃ.)। জালালুদ্দীন সুয়ূত্বী, ইবনু আররাক, শাওকানী, মুহাম্মাদ ইবনু তাহের আল-পট্টানী (রাহিমাহুল্লাহ) প্রমুখ হাদীছ বিশারদ এটাকে জাল বলে আখ্যায়িত করেছেন (আল-লাআলিল মাছনূআহ, ২/১৬ পৃ.; তানযীহুশ শরী‘আহ, ২/৭৯ পৃ.; আল-ফাওয়াইদুল মাজমূ‘আহ, পৃ. ২৩; তাযকিরাতুল মাউযূ‘আত, পৃ. ৩৭)।
প্রশ্নকারী : সাকিবুল হাসান, নওগাঁ।