উত্তর : এটা পরিষ্কার বিদ‘আত। এ ব্যাপারে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন নির্দেশনা প্রদান করেননি। বরং বলেছেন, وَلَا تَجْعَلُوْا قَبْرِىْ عِيْدًا ‘তোমরা আমার কবরকে উৎসবস্থলে পরিণত কর না’ (আবু দাঊদ, হা/২০৪২; মিশকাত, হা/৯২৬, সনদ ছহীহ)। তাছাড়া ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের কেউ কবর বা রওযাহ ত্বাওয়াফ করেছেন মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না। বরং এটি একটি জঘন্যতম বিদ‘আত (আল-মাদখাল, ১ম খণ্ড, পৃ. ৩৯৮)।
প্রশ্নকারী : আব্দুস সালাম, বগুড়া।