উত্তর : আল্লাহ প্রদত্ত বিধান হল- ঋতুবতী হলে ছিয়াম ছেড়ে দিবে এবং তা পরবর্তীতে পূরণ করে নিবে (ছহীহ মুসলিম, হা/৩৩৫; ছহীহ বুখারী, হা/১৯৫০; মিশকাত, হা/২০৩২)। তবে ছিয়ামের ফযীলতের দিকে চিন্তা করে অনেক বিদ্বান বলেছেন, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে কোনরূপ ক্ষতির আশঙ্কা না থাকলে ঔষধের মাধ্যমে ঋতু বন্ধ করে ছিয়াম পালন করা যায় (হায়াতু কিবারিল ওলামা, ১ম খণ্ড, পৃ. ৪৪৭)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।