উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। এটা সমাজের কুসংস্কার। কারণ যুবতী মেয়ে ঘরে থাকার সাথে হজ্জের কোন সম্পর্ক নেই। সামর্থ্য থাকলে হজ্জ পালন করা ফরয। আল্লাহ তা‘আলা বলেন, وَ لِلّٰہِ عَلَی النَّاسِ حِجُّ الۡبَیۡتِ مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا ‘যার ক্বা‘বা গৃহে যাতায়াতের সামর্থ্য আছে, তার উপর হজ্জ পালন করা ফরয’ (সূরা আলে ‘ইমরান : ৯৭)।
প্রশ্নকারী : তাওহীদুল ইসলাম, ঢাকা।