উত্তর : লুঙ্গি, প্যান্ট গুটিয়ে ছালাত আদায় করা যাবে না (ছহীহ বুখারী, হা/৮১২)। যারা শুধু ছালাতের সময় টাখনুর উপরে কাপড় রাখার চেষ্টা করে তারা আল্লাহর সাথে প্রতারণা করে। কারণ সর্বাবস্থায় টাখনুর নীচে কাপড় পরিধান করা নিষিদ্ধ। এটি গর্হিত অন্যায়। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি টাখনুর নীচে কাপড় পরবে, ক্বিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না এবং তাকে পবিত্র করবেন না; বরং তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি (ছহীহ মুসলিম, হা/১০৬, ১/৭১ পৃ.; মিশকাত, হা/২৭৯৫)। বিশেষ করে ছালাত সম্পর্কে অন্য হাদীছে এসেছে,
عَنِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ مَنْ أَسْبَلَ إِزَارَهُ فِىْ صَلَاتِهِ خُيَلَاءَ فَلَيْسَ مِنَ اللهِ فِىْ حِلٍّ وَلَا حَرَامٍ
ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি ছালাতের মধ্যে টাখনুর নীচে কাপড় পরে, সে হালালের মধ্যে আছে, না হারামের মধ্যে আছে তা আল্লাহর যায় আসে না’ (আবু দাঊদ, হা/৬৩৭, ১/৯৩ পৃ., সনদ ছহীহ; আওনুল মা‘বূদ, ২য় খণ্ড, পৃ. ৩৪০)। উক্ত হাদীছে টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে ছালাত আদায়কারী মুছল্লীর জন্য সতর্কবাণী উচ্চারিত হয়েছে।
প্রশ্নকারী : আব্দুর রাযযাক, চারঘাট, রাজশাহী।