উত্তর : ইসলামে জন্মদিন পালনের কোন বিধান নেই। আর শরী‘আতে যার নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত। এগুলো বিদ‘আত এবং অপসংস্কৃতি। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘কোন ব্যক্তি যদি এমন কাজ করে যার ব্যাপারে আমাদের নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/২৬৯৭)। তাছাড়া শারঈ কোন নির্দেশনা নেই এমন কোন কাজ মুসলিমরা করতে পারে না। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে (সূরা আল-আহযাব : ২১)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), তাঁর ছাহাবীগণ কেউ জন্মদিন পালন করেননি। তাই মুসলিম হিসাবে প্রত্যেককে জন্মদিন পালন করা থেকে বিরত থাকা আবশ্যক।
প্রশ্নকারী : জাহিন যামান, শেরপুর, ময়মনসিংহ।