উত্তর : এমন প্রত্যেক মসজিদ যেখানে জামা‘আত সহকারে ছালাত আদায় করা হয়, সুন্নাত অনুযায়ী সেখানে আযান ও ইক্বামত দু’টিই হওয়া উচিত। যদিও তারা পার্শ্ববর্তী মসজিদ থেকে আযান শুনতে পায়। একটি শহরে একাধিক মসজিদ থাকার ফলে তারা একে অপরের আযান শুনতে পাবে এটাই স্বাভাবিক। মোদ্দাকথা হল, প্রত্যেক মসজিদে পৃথক পৃথক আযান ও ইক্বামত হওয়াটাই সুন্নাতসম্মত (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ইবনে বায অফিসিয়াল ওয়েবসাইট, https://binbay.org.sa/fatwas/13663/%D9)। শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) ও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘আপনাদের জন্য পৃথক আযান দেয়াটাই সর্বাধিক উত্তম হবে’ (ইরওয়াউল গালীল, ২/৩১৮ পৃ.)। তবে এটা ওয়াজিব নয়, আপনাদের নিকটবর্তী মসজিদের আযানও আপনাদের জন্য যথেষ্ট হবে। ইনশাআল্লাহ! (আশ-শারহুল মুমতি‘, ২/৪৬ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওযা নং-১০৬০৫৩)।
প্রশ্নকারী : আব্দুর রাযযাক, ত্রিমোহনী, ঢাকা।