উত্তর : নিম্নের দু‘আ পড়ে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদায় জানাতেন-
أَسْتَوْدِعُ اللّٰهَ دِيْنَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ
উচ্চারণ : আস্তাওদি‘উল্ল-হা দ্বীনাকা, ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তীমা ‘আমালিকা। অর্থ : ‘আমি তোমার দ্বীন, তোমার আমানতসমূহ এবং তোমার আমলের সমাপ্তি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি’ (তিরমিযী, হা/৩৪৪৩, মিশকাত, হা/২৪৩৫, সনদ ছহীহ)।
زَوَّدَكَ اللّٰهُ التَّقْوَى وَغَفَرَ ذَنْبَكَ وَيَسَّرَلَكَ الْخَيْرَ حَيْثُ مَاكُنْتَ
উচ্চারণ : যাওওয়াদাকাল্ল-হুত তাক্বওয়া, ওয়া গফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খয়রা হাইছু মা কুংতা।
অর্থ : ‘আল্লাহ তোমাকে তাক্বওয়া দ্বারা ভূষিত করুন, আল্লাহ তোমার গুনাহ মাফ করুন, তুমি যেখানেই অবস্থান করো আল্লাহ তোমার জন্য কল্যাণকে সহজ করুন’ (ছহীহ তিরমিযী হা/৩৪৪৪)।
প্রশ্নকারী : আমীরুল ইসলাম, গাজীপুর।