উত্তর : যেতে পারবে। কারণ মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয, যদি তারা সেখানে গিয়ে সরবে কান্নাকাটি না করে। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) তার ভাই আব্দুর রহমান ইবনু আবী বাকর-এর কবর যিয়ারত করেছেন। তাকে বলা হল, রাসূলুল্লাহ (ﷺ) কি কবর যিয়ারত করতে নিষেধ করেননি। তিনি বললেন, অতঃপর তিনি কবর যিয়ারত করার নির্দেশ প্রদান করেছেন (আলবানী, আহকামুল জানায়েয)। এছাড়া রাসূলুল্লাহ (ﷺ) আয়েশা র-কে কবর যিয়ারত করার দু‘আ শিখিয়ে দিয়েছেন (ছহীহ মুসলিম, হা/৯৭৪ ‘জানাযা’ অধ্যায়, অনুচ্ছেদ-৩৫; মিশকাত, হা/১৭৬৭)।
প্রশ্নকারী : জহরুল ইসলাম, লালপুর, নাটোর।