উত্তর : ছালাতের খুশূ‘-খুযূ‘ বজায় রাখার জন্য পূর্বেই মোবাইল বন্ধ রেখে ছালাত শুরু করা যরূরী। কোন কারণে ভুলে গেলে এবং ছালাত অবস্থায় মোবাইল বেজে উঠলে, তা বের করে বন্ধ করে রেখে দেবে। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহ আনহু) থেকে বর্ণিত, তিনি বলেছেন,
أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِيْ قِبْلَةِ الْمَسْجِدِ فَأَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ مَا بَالُ أَحَدِكُمْ يَقُوْمُ مُسْتَقْبِلَ رَبِّهِ فَيَتَنَخَّعُ أَمَامَهُ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يُسْتَقْبَلَ فَيُتَنَخَّعَ فِيْ وَجْهِهِ؟ فَإِذَا تَنَخَّعَ أَحَدُكُمْ فَلْيَتَنَخَّعْ عَنْ يَسَارِهِ تَحْتَ قَدَمِهِ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَقُلْ هَكَذَا وَوَصَفَ الْقَاسِمُ فَتَفَلَ فِيْ ثَوْبِهِ ثُمَّ مَسَحَ بَعْضَهُ عَلَى بَعْضٍ
‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদিন মসজিদে ক্বিবলার দিকে (ক্বিবলার দিকের দেয়ালে) থুথু দেখতে পেলেন। তিনি তখন লোকদের কাছে এসে বললেন, তোমাদের কী হয়েছে যে, তোমরা কেউ তার প্রভুর সামনে দাঁড়িয়ে সামনের দিকে থুথু নিক্ষেপ কর। কেউ তোমাদের মুখের উপর দাঁড়িয়ে মুখের উপর থুথু নিক্ষেপ করুক এটা কি তোমরা পসন্দ করবে? তোমাদের কাউকে (মসজিদে) থুথু নিক্ষেপ করতে হলে সে যেন বাঁ দিকে পায়ের নিচে থুথু নিক্ষেপ করে। আর যদি এরূপ করার অবকাশ না পায়, তাহলে যেন এরূপ করে। কাসিম ইবনু ইবরাহীম তা এভাবে করে দেখিয়ে দিলেন যে, তিনি কাপড়ে থুথু ফেললেন এবং কাপড়খানা ঘষলেন’ (ছহীহ মুসলিম, হা/৫৫০)।
প্রশ্নকারী : কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।