উত্তর : ওযূ করার সময় কারো পায়ে মোজা থাকলে সেক্ষেত্রে ইসলাম তাদের জন্য মাসাহ করার বিধান রেখেছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মোজার উপর মাসাহ করেছেন (ছহীহ বুখারী, হা/২০২)। মোজা, পট্টি, পাগড়ি বা ওড়নার ওপর মাসার করার বিষয়ে স্পষ্ট হাদীছ এসেছে (ছহীহ মুসলিম, হা/২৭৫; আবূ দাঊদ, হা/১৫৯)। তবে জুতার উপর মাসাহ করার ছহীহ কোন হাদীছ নেই। মুজতাহিদ চার ইমামের মতেও জুতার উপর মাসাহ করা জায়েয নেই। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) তাঁর ‘ছহীহ বুখারী’ তে অধ্যায় রচনা করেছেন যে, باب غَسْلِ الرِّجْلَيْنِ فِى النَّعْلَيْنِ وَلَا يَمْسَحُ عَلَى النَّعْلَيْنِ ‘ওযূতে পা ধৌত করতে হবে, জুতার উপর মাসাহ করা যাবে না’ (ছহীহ বুখারী, হা/১৬৬)।
প্রশ্নকারী : আব্দুল মুমিন, সিরাজগঞ্জ।