উত্তর : যাবে না। কেননা এ মর্মে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও ছাহাবীগণের (রাযিয়াল্লাহু আনহুম) নিকট থেকে ছহীহ সূত্রে কোন প্রমাণ নেই (ইবনু বায, মাজমূ‘ঊ ফাতাওয়া, ৭ম খণ্ড, পৃ. ৩২৯-৩৩১)। বরং হাদীছে বর্ণিত দু‘আ পাঠ করতে হবে।
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبَ إِلَيْكَ
উচ্চারণ : সুবহা-নাকা আল্ল-হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলা-হা ইল্লা আংতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলায়কা। অর্থ : ‘হে আল্লাহ! আপনি মহা পবিত্র। আপনার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ব্যতীত প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকেই ফিরে যাচ্ছি বা তওবা করছি’ (তিরমিযী হা/৩৪৩৩, ‘দু‘আ সমূহ’ অধ্যায়, অনুচ্ছেদ-৩৯; মিশকাত, পৃ. ২১৫, হা/২৪৩৩ ও ২৪৫০, সনদ ছহীহ; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লায়লাহ, হা/৩০৮)।
প্রশ্নকারী : মশিউর রহমান, দক্ষিণ চব্বিশ পরগনা, ভারত।