উত্তর : উক্ত মর্মে যে হাদীছটি বর্ণিত হয়েছে, তা যঈফ (যঈফ ইবনু মাজাহ, হা/১৭৫৩)। তবে এই অল্প সময় নয়, বরং ছুহবে ছাদিক্ব থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টাই ছিয়াম পালনকারীর জন্য দু‘আ কবুলের সময় (ইবনু মাজাহ, হা/১৭৫২; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/১৭৯৭)। তাই শুধু ইফতারের পূর্বমুহূর্তের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। সারাদিনই আল্লাহর কাছে দু‘আ করতে পারবে। উল্লেখ্য, ইফতারের পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করার প্রচলিত প্রথার শারঈ কোন ভিত্তি নেই। এটি বিদ‘আতী প্রথা। বরং প্রত্যেক ছায়েম নিজ নিজ দু‘আ করবে (ইবনু মাজাহ, হা/১৭৫২, সনদ ছহীহ)। সেই সাথে একজন দু‘আ পড়বে আর অন্যরা আমীন আমীন বলবে এরও কোন দলীল পাওয়া যায় না।
প্রশ্নকারী : শাহ আলম, চুয়াডাঙ্গা।