উত্তর : রাফঊল ইয়াদায়ন করতে হবে। কারণ তাশাহহুদ থেকে উঠার সময়টা রাফঊল ইয়াদায়ন করার স্থান (বুখারী হা/৭৩৯)। মুছল্লী বাকি এক রাক‘আত পূর্ণ করার জন্য যখন দাঁড়াবেন, তখন রাফঊল ইয়াদায়ন করবেন (মাওক্বিঊল ইসলাম সুওয়াল ওয়া জাওয়াব, পৃ. ১০২১)।
প্রশ্নকারী : আবূ বকর সিদ্দীক, রাজশাহী।