উত্তর : সালাম ফিরানোর পরেই উক্ত কাজগুলো করা উচিত নয়। রাসূলুল্লাহ (ﷺ) সালাম ফিরানোর পর আল্লাহু আকবার বলতেন (ছহীহ বুখারী, হা/৮৪২; মিশকাত, হা/৯৫৯) এবং তিনবার ‘আসতাগফিরুল্লাহ’ বলতেন। অতঃপর বলতেন, اَللّٰهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ ‘হে আল্লাহ! আপনি শান্তিময় এবং আপনার নিকটেই শান্তি। হে মহত্ত্ব ও সম্মানের অধিকারী! তুমি বরকতময়’ (ছহীহ মুসলিম হা/৫৯১; মিশকাত, হা/৯৬১)। অতঃপর অন্যান্য যিকির করতেন। সুতরাং সালাম ফিরানোর পর বিশেষ আযকারগুলো শেষ করে বলা উচিত। অন্যথা সাধারণ মানুষ এ অভ্যাসে গড়ে উঠবে আর সুন্নত পরিত্যক্ত হয়ে যাবে।
প্রশ্নকারী: মাহবুব, ঢাকা।