উত্তর : কোন স্বামীর জন্য বৈধ নয় যে, শারীরিক চাহিদা থাকা সত্ত্বেও স্ত্রীর আহ্বানে সাড়া না দেয়া। জৈবিক চাহিদা সাধারণত পুরুষের পক্ষ থেকেই হয়ে থাকে। তাইতো হাদীছে এসেছে- কোন স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয় তাহলে সে মহিলা সকাল করবে ফিরিশতাদের অভিশাপ নিয়ে (ছহীহ বুখারী, হা/৩১২৭)। তাই কোন পুরুষ স্ত্রীকে কষ্ট দেয়ার জন্য যদি তার চাহিদা পূরণ না করে, তাহলে গোনাহ হবে। কারণ হাদীছে এসেছে- রাসূল (ﷺ) বলেন, ‘ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না’ (ইবনু মাজাহ, হা/২৩৪০)।
প্রশ্নকারী : মাহমূদ, চাঁদপুর।