উত্তর : সাহারীর সময় মানুষকে জাগানোর জন্য মাইকে ইসলামী গযল, জাগরণী, কুরআন তেলাওয়াত, বক্তব্য কিংবা সাইরেন বাজানোর যে প্রথা সমাজে চালু রয়েছে, তা ঠিক নয়। এগুলো সবই বিদ‘আত (ফাৎহুল বারী, হা/৬২১-এর ব্যাখ্যা, ২/৪৩৬ পৃ., ‘আযান’ অধ্যায়, অনুচ্ছেদ-১৩)। সাহারীর জন্য জাগানোর শারঈ পদ্ধতি হল আযান। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوْا وَاشْرَبُوْا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُوْمٍ ‘বেলাল যখন আযান দেয়, তখন তোমরা খাও এবং পান কর, যতক্ষণ আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতূম আযান না দেয়’ (ছহীহ বুখারী, হা/৬১৭, ৬২৩; ছহীহ মুসলিম, হা/১০৯২; মিশকাত, হা/৬৮০)।
প্রশ্নকারী : সাকিব আল-হাসান, সাপাহার, নওগাঁ।