উত্তর : শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন, ‘যদি কেউ শিক্ষকদের তত্ত্বাবধানে শেখার কারণে অথবা (বড় হয়ে) নিজের বুঝে কোন মাযহাবকে সঠিক মনে করে এবং সে ঐ মাযহাবের মূলনীতিতে চলতে থাকে, তাহলে কোন সমস্যা নেই। তবে কোন অবস্থাতেই গোঁড়ামি যেন পেয়ে না বসে- সে বিষয়টা খেয়াল করতে হবে। অন্য মাযহাবের কোন ফতাওয়া বা মাসয়ালা তার কাছে সত্যের সবচেয়ে কাছাকাছি মনে হলে অবশ্যই ঐ মতই তাকে গ্রহণ করতে হবে। এরকম অবস্থা জারি থাকলে মাযহাব মানতে কোনই সমস্যা নেই। (ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব,)।
প্রশ্নকারী : আব্দুস সালাম, কিশোরগঞ্জ।