উত্তর : যোহরের পূর্বে চার রাক‘আত সুন্নাত ছালাত এক সালামে ও দুই সালামে উভয় পদ্ধতিতে আদায় করা যায়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যোহরের পূর্বে চার রাক‘আত সুন্নাত ছালাতের মাঝে কোন সালাম নেই’ (আবূ দাঊদ, হা/১২৭০; সনদ হাসান লিগাইরিহি, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৫৮৫)। নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, صَلَاةُ اللَّيْلِ وَ النَّهَارِ مَثْنَى مَثْنَى ‘রাতের এবং দিনের ছালাত দুই দুই রাক‘আত করে’ (বাইহাক্বী, শু‘আবুল ঈমান, হা/৩০৭৪; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/৩৮৩১)।
প্রশ্নকারী : তামান্না আফরোজা, চট্টগ্রাম।