উত্তর : না। কারণ এমন কথা শরী‘আতে কোথাও বর্ণিত হয়নি। হাদীছে বলা হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘কেউ যদি মদ পান করে তাহলে ৪০ দিন তার ছালাত কবুল হবে না। যদি সে তওবাহ করে তাহলে তার তওবাহ কবুল হবে। যদি আবার মদ পান করে তাহলে তার ৪০ দিন ছালাত কবুল হবে না। যদি তওবাহ করে তাহলে তার তওবাহ কবুল হবে। যদি ৪র্থ বার মদ পান করে তাহলে তার তওবাহ কবুল করা হবে না। তাকে জাহান্নামে জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া গলিত পচা রস ‘নাহরে খাবাল’ খেতে দেয়া হবে (তিরমিযী, হা/১৮৬২, সনদ ছহীহ)। অন্য হাদীছে এসেছে, ক্বিয়ামতের দিন মূর্তিপূজারীদের সাথে অবস্থান করবে (আহমাদ হা/২৪৫৩)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মাসুদ, লালমনিরহাট।