উত্তর : উক্ত নিয়মে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার লক্ষ্যে যাকাতের টাকা থেকে কর্তন করে ঋণ পরিমাণ টাকা কর্তন করা যাবে। কেননা যাকাতের ৮টি খাতের মধ্যে একটি খাত হল ঋণগ্রস্ত। আর অসহায় অক্ষম ঋণগ্রস্ত ব্যক্তি যাকাত পাওয়ার হক্বদার (ইকনা‘, ২য় খণ্ড, পৃ. ১৭৯)।
প্রশ্নকারী : ফাতেহ উল-হাসান, মিরপুর, ঢাকা।