উত্তর : আল্লাহর ওলী অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহ তা‘আলা বলেন,
اَلَاۤ اِنَّ اَوۡلِیَآءَ اللّٰہِ لَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَ لَا ہُمۡ یَحۡزَنُوۡنَ- الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ کَانُوۡا یَتَّقُوۡنَ- لَہُمُ الۡبُشۡرٰی فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَ فِی الۡاٰخِرَۃِ ؕ لَا تَبۡدِیۡلَ لِکَلِمٰتِ اللّٰہِ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ.
‘মনে রেখো, আল্লাহর ওলী বা বন্ধুদের কোন ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। (তারা হল ঐ সকল লোক ) যারা ঈমান এনেছে এবং (আল্লাহকে) ভয় করে। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হেরফের হয় না। এটাই হল মহা সফলতা’ (সূরা ইউনুস : ৬২, ৬৩ ও ৬৪)। তিনি আরও বলেন, اِنۡ اَوۡلِیَآؤُہٗۤ اِلَّا الۡمُتَّقُوۡنَ ‘তাঁর বন্ধু কেউ নয় একমাত্র মুত্তাক্বী ব্যক্তিগণ ছাড়া’ (সূরা আল-আনফাল : ৩৪)। ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এখানে আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন যে, ঐ সকল লোক তাঁর ওলী (বন্ধু) যারা ঈমান আনে এবং তাক্বওয়া বা আল্লাহভীতি অবলম্বন করে। যেমনটি আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং যে তাক্বওয়াবান হবে সে আল্লাহর ওলী হবে। ক্বিয়ামতের আসন্ন বিপর্যয় ও বিভীষিকাময় পরিস্থিতিতে তাদের কোন ভয় ও আশঙ্কা নেই এবং দুনিয়ায় ফেলে আসা কোন বিষয়ে তাদের দুশ্চিন্তার কোন কারণও নেই’ (মুহাম্মাদ আলী ছাবূনী, মুখতাছার তাফসীরে ইবনে কাছীর, ২য় খণ্ড, পৃ. ১৯৯, সূরা ইউনুস এর ৬২ নং আয়াতের ব্যাখ্যা দ্র.)।
প্রশ্নকারী : নাহিদ, বাংলাবাজার, ঢাকা।