উত্তর : আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ হল, আল্লাহ তা‘আলাকে ঐ গুণে গুণান্বিত করা যে গুণে আল্লাহ নিজেকে গুণান্বিত করেছেন অথবা রাসূল (ﷺ) আল্লাহকে যে গুণে গুণান্বিত করেছেন। রূহ আল্লাহ তা‘আলার কোন ছিফাত বা গুণ নয়; বরং তা আল্লাহর অন্যতম একটি সৃষ্টি। আল্লাহ তা‘আলা বলেন, ‘অতঃপর তিনি তাকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রূহ থেকে ফুঁকে দিয়েছেন’ (সূরা আস-সাজদাহ : ৯)। এ আয়াতে রূহকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে সম্মান প্রকাশার্থে। যেমন কুরআনের অন্যত্র বলা হয়েছে- আল্লাহর ঘর, আল্লাহর উটনী, আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা (সূরা আলে ইমরান : ৯৬-৯৭, ইত্যাদি)।
প্রশ্নকারী : ইলিয়াস, কালীগঞ্জ, সাতক্ষীরা।